kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

গফরগাঁওয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান 'গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ'

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আব্দুল খালেক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৫ মার্চ, ২০১৯ ১৬:২৩ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান 'গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ'

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ।

একই ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক। এ ছাড়াও প্রতিযোগীতায় মহিলা কলেজের শিক্ষার্থী কেরাতে আকলিমা আক্তার, আবৃত্তিতে ওয়াহিদা নার্গিস, রচনা ও বিতর্কে সাঈদা মুর্শেদ মুন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, শিক্ষকদের সার্বিক সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সেভাবেই কাজ করবো।

মন্তব্যসাতদিনের সেরা