kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

ফরিদপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি রুশেমা ইমাম

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৫ মার্চ, ২০১৯ ১২:২৫ | পড়া যাবে ২ মিনিটেফরিদপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি রুশেমা ইমাম

ফরিদপুরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রুশেমা বেগম ওরফে রুশেমা ইমাম। আজ সোমবার সকালে রুশেমা ইমাম ফরিদপুর শহরের কমলাপুর ইমামবাগে পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। 

এর পর তিনি সাবেক সংসদ সদস্য ও ভাষাসৈনিক মরহুম ইমামউদ্দিন আহমাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট নীরবতা পালন শেষে বিশেষ মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন মাটিয়া কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শহীদুল ইসলাম।

পরে নেতাকর্মীদের উদ্দেশে রুশেমা ইমাম বলেন, আমি ও আমার প্রয়াত স্বামী ইমামউদ্দিন আহমাদ সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শের পতাকা বহন করেছি। এই পতাকা বহন করতে গিয়ে বিভিন্ন সময় নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। নানা রকম ভয়-ভীতি ও প্রলোভন উপেক্ষা করেছি। কিন্তু কখনও আদর্শচ্যুত হইনি। জীবনের শেষ প্রান্তে এসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যে মর্যাদার আসনে বসিয়েছেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত সে মর্যাদার অক্ষুণ্ণ রাখতে আপনাদের সহযোগিতা চাই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধা সাইফুল আহাদ সেলিম, রাজু আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্যসাতদিনের সেরা