শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
ছবি: কালের কণ্ঠ
কক্সবাজার জেলায় আজ রবিবার অনুষ্ঠিত পাঁচ উপজেলা পরিষদ নির্বাচনে চারটিতেই বিদ্রোহী প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থী।
আজকের নির্বাচনে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী টেকনাফ উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, রামু উপজেলায় বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, পেকুয়া উপজেলায় বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মহেশখালীতে উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিদ্রোহী প্রার্থী মো. শরিফ বাদশা এবং উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকধারী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
মন্তব্য