kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পাথরঘাটায় গোলাম কবিরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি   

২৪ মার্চ, ২০১৯ ২১:২১ | পড়া যাবে ২ মিনিটেপাথরঘাটায় গোলাম কবিরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

বরগুনার পাথরঘাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবিরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং নৌকার প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের একংশের নেতাকর্মীরা।

আজ রবিবার বেলা ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন এ তথ্য নিশ্চিৎ করেছেন। এর আগে সকাল ১০টার দিকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়।

এ বিয়য়ে মোস্তফা গোলাম কবির বলেন, দল থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছি তা আমার জানা নেই। উল্টো আগেই আমার পোস্টার ছিঁড়েছে এবং আমার ৩ জন মাইক প্রচারককে মারধরও করেছে নৌকার প্রতীকের প্রার্থী আলমগীর হোসেনের লোকজন।

তিনি আরো জানান, এখন আমি এক প্রকার জিম্মি অবস্থায় আছি। আমার লোকজন নিয়ে ঘর থেকে বের হতে পারি না।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, কবির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র ভাবে নৌকা প্রতীকে বিরুদ্ধে নির্বাচনে নেমেছে। সে বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়ে ফেলেছে। তাই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা