kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

ফরিদপুরে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৪ মার্চ, ২০১৯ ১৯:২৬ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

ফরিদপুরে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা  ১১টায় শহরের ঝিলটুলী ব্রহ্ম সমাজ সড়কে জেলা প্রশাসনের উদ্যোগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি।

এ সময় তিনি বলেন, ক্ষুদ্র শিল্পই এক সময় বৃহৎ শিল্পে রূপ নেবে এবং দেশীয় উদ্যোক্তা সৃষ্টি করবে। তাহলে কেউ আর কর্মহীন থাকবে না।

ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য পুলিশ সুপার মো, জাকির হোসেন খান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা প্রমুখ। 

উল্লেখ্য, আজ থেকে ৩০ মার্চ পর্যন্ত ব্রহ্ম সমাজ সড়ল এলাকায় ৫০টি স্টল নিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা