kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

আশুলিয়ায় বাসচাপায় একজন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৯ ১২:৫৮ | পড়া যাবে ১ মিনিটেআশুলিয়ায় বাসচাপায় একজন নিহত

ছবি অনলাইন

ঢাকার আশুলিয়ায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল মান্নানের (৬৫) বাড়ি ভোলা জেলার সদর থানার রামদাসুর গ্রামে।

আজ রবিবার সকালে আশুলিয়ার আনারকলি বাসস্ট্যান্ড এলাকার সিএনবি-আশুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার এসআই আব্দুস সালাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আউকপাড়ায় এক আত্মীয়র বাড়ি থেকে সাভারের গেন্ডার এলাকায় ছেলের বাসায় যাচ্ছিলেন আব্দুল মান্নান। পথে রাস্তা পারাপারের সময় সাভার থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই আব্দুল মান্নানের মৃত্যু হয়।

স্থানীয়রা বাসটি আটক করতে পারলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। বর্তমানে বাসটি আশুলিয়া পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা