kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

টেকনাফে রোহিঙ্গা যুবকের আত্মহত্যা

টেকনাফ প্রতিনিধি   

২৪ মার্চ, ২০১৯ ০৫:১৩ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফে রোহিঙ্গা যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ জাফর উল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে সে গলায় ফাঁস দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। শনিবার দুপুরে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের বি-বল্কের এ ঘটনা ঘটে। সে ওই শিবিরের ৭ নম্বর রুমের মোহাম্মদ ইউছুপের ছেলে।

টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, তার শিবির থেকে গলায় ফাঁস লাগানো এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সে মাদক সেবনকারী ছিল বলে রোহিঙ্গারা জানিয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা