kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

সিলেটে মিষ্টি খেয়ে শ্রমিকের মৃত্যু, দুজন অসুস্থ

সিলেট অফিস   

২৪ মার্চ, ২০১৯ ০২:৫৭ | পড়া যাবে ২ মিনিটেসিলেটে মিষ্টি খেয়ে শ্রমিকের মৃত্যু, দুজন অসুস্থ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মিষ্টি খেয়ে রুহেল আহমদ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরো দুজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। 

মৃত রুহেল উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘাসিবর্ণি গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে। 

রুহেলের বোন জামাই ফখরুল ইসলাম জানান, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জগঝাপ গ্রামে ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হান্নানের বাসায় দুই দিন ধরে মাটি কেটে ভরাটের কাজ করছিলেন শ্রমিকরা। গতকাল শনিবার দুপুরে তিনজনের শ্রমিক দলকে মিষ্টি খেতে দেওয়া হয়। মিষ্টি খাওয়ার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাত্ক্ষণিক তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথে রুহেলের মৃত্যু হয়। 

গোলাপগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। তবে দুপুরের খাবারের পূর্বে তাঁরা মিষ্টি খেয়ে পান-সুপারিও খেয়েছিলেন বলে জেনেছি। এর কিছু পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।’

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মো. শাহিনুর ইসলাম বলেন, মিষ্টি খাওয়ার পর পান-সুপারি খেলে এমন হওয়ার কথা নয়। তিনজনেরই শ্বাসকষ্ট হয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে ময়নাতদন্তের পরই তা সঠিকভাবে বলা যাবে। 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।’

মন্তব্যসাতদিনের সেরা