kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

নোবিপ্রবিতে ‘বিএনসিসি ডে’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

২৩ মার্চ, ২০১৯ ১৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেনোবিপ্রবিতে ‘বিএনসিসি ডে’ উদযাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ডে ‘বিএনসিসি ডে’ উদযাপিত হয়েছে। দিবসটি উদযপিন উপলক্ষে আজ শনিবার ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। বিএনসিসি নোবিপ্রবি শাখা এর আয়োজন শোভাযাত্রায় নেতৃত্ব দেন নোবিপ্রবির উপাচার্য ড. এম অহিদুজ্জামান।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে দুই প্লাটুন ক্যাডেট (মহিলা ও পুরুষ) নোবিপ্রবি উপাচার্যকে গার্ড অব অনার প্রদান করে দিবসের সুচনা করে। পরে উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি ও স্কাউট ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এ সময় নোবিপ্রবি বিএনসিসি’র পিইউও এ কিউ এম সালাউদ্দিন পাঠান ও আসমা তালুকদারসহ বিএনসিসি নোবিপ্রবি শাখার ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা