kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

জামালপুরে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভা

জামালপুর প্রতিনিধি    

২৩ মার্চ, ২০১৯ ১৭:১৭ | পড়া যাবে ২ মিনিটেজামালপুরে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে জামালপুর শহর বিএনপি। আজ শনিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, মাইন উদ্দিন বাবুল, লোকমান আহাম্মেদ খান লোটন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, শফিকুল ইসলাম খান সজিব, গোলাম রব্বানী, সেলিনা বেগম, মাজেদুল ইসলাম সাত্তার, শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, মমিনুর রহমান, শ্রমিকদল নেতা জাহিদ হাসান, ছাত্রদল নেতা ইমরান কায়সার ও মৎস্যজীবী দল নেতা জয়নাল আবেদিন প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে তাকে জেল থেকে মুক্ত করার ঘোষণা দেন। সেই সাথে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের পৌর বিএনপি আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। 

মন্তব্যসাতদিনের সেরা