kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

কাঁঠালিয়ায় পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৯ ১৭:০৬ | পড়া যাবে ১ মিনিটেকাঁঠালিয়ায় পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং করা হয়েছে। কাঁঠালিয়া থানা পুলিশের আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হকের সভাপতিত্বে ব্রিফিং সভায় প্রধান অতিথি ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মোজাম্মেল হক রেজা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবদুস সালাম প্রমূখ। সভায় সুষ্ঠ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের ওপর ব্রিফিং করা হয়। 

মন্তব্যসাতদিনের সেরা