kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

বরিশালে ঘাতক বাসচালক আটক, পাঁচ সদস্যের কমিটি গঠন

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৯ ০১:২১ | পড়া যাবে ১ মিনিটেবরিশালে ঘাতক বাসচালক আটক, পাঁচ সদস্যের কমিটি গঠন

বরিশালে সড়ক দুর্ঘটনায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রীসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসচালক আব্দুল জলিলকে (৩২) আটক করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, বাবুগঞ্জ উপ‌জেলার আর‌জি কা‌লিকাপুর এলাকার নিজ বা‌ড়ি থে‌কে বাসচালক জ‌লিলকে আটক করা হয়।

এদিকে এ দুর্ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে মহানগর পুলিশের প্রতিনিধি, বিআরটিএ এডি, বরিশাল সিটি করপোরেশনের প্রতিনিধি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। 

মন্তব্যসাতদিনের সেরা