kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

মরদেহ পৌঁছাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালক নিহত

মাগুরা প্রতিনিধি   

২২ মার্চ, ২০১৯ ১২:১৭ | পড়া যাবে ১ মিনিটেমরদেহ পৌঁছাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালক নিহত

মাগুরায় মরদেহ পৌঁছাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে মাগুরা-যশোর সড়কের মঘি ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

নিহত অ্যাম্বুলেন্স চালকের নাম আবুল হোসেন (৩০)। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

এ ব্যাপারে মাগুরা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুলেন্সচালক আবুল হোসেন ঘটনাস্থলে নিহত হন এবং অ্যাম্বুলেন্সে থাকা অপর পাঁচজন আহত হন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে লাশের সাথে থাকা পাঁচজনকে লাশসহ অন্য একটি অ্যাম্বুলেন্সে গন্তব্যে পাঠানো হয়েছে।

লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা মৃত সালমা বেগমের মেয়ে ময়না বেগম জানান, তারা পরিবারের ৫ সদস্য সালমা বেগমের লাশ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা