kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

টেকনাফে রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৯ ০৮:৫৩ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফে রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ড

কক্সবাজারের টেকনাফের অনিবন্ধিত রোহিঙ্গা বসতিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির সি-১০ ব্লকের এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ব্লকের সালামের ভাড়া বাসায় অবস্থানকারী হোসেন জোহারের স্ত্রী ধলু বিবি রান্নাঘরের চুলা জালিয়ে জরুরি কাজে বাড়ির বাইরে যায়। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় রোহিঙ্গা ও জনসাধারণ লাইনের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্যসাতদিনের সেরা