kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২১ মার্চ, ২০১৯ ০২:৩৪ | পড়া যাবে ২ মিনিটেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় 'স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট'-এ শ্লোগানকে সমানে রেখে টেরিটরীতে বসুন্ধরা গ্রুপের 'কিং ব্র্যান্ড সিমেন্ট'-এর আয়োজনে রাজসভায় 'কিং ব্র্যান্ড সিমেন্টের' গুণগত মান সম্পর্কে আলোচনা করা হয়। 

বুধবার সন্ধ্যায় গ্রীন চিলিস রেস্টুরেন্টে আলোচনা সভায় উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, 'কিং ব্যান্ড সিমেন্ট' বসুন্ধরা গ্রুপের রাজশাহী ডিভিশনের ডি এস এম মো. জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া পৌরসভার সহকারী-প্রকৌশলী সফিউল কবির, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, 'কিং ব্যান্ড সিমেন্ট' বসুন্ধরা গ্রুপের পাবনা এরিয়া সেলস্ ম্যানেজার আল-আমিন কবির, সিমেন্ট সেক্টর টেকনিক্যাল সাপোর্ট সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জি. কাওসার হোসাইন।

এ সময় সভায় বক্তা ও নির্মাণ শ্রমিকরা বলেন, 'কিং ব্র্যান্ড সিমেন্টের' গুণগত মান ভালো হওয়ায় দিন দিন দেশে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া 'কিং ব্র্যান্ড সিমেন্ট' টেরিটরী সেলস ম্যানেজার মো. সেন্টু মিয়া, টেরিটরী সেলস এক্সিকিউটিভ অফিসার অঞ্জন চৌধুরী, ময়েজ উদ্দিন, জাহাঙ্গীর কামাল, উল্লাপাড়া টেরিটরী পরিবেশক শফিকুল ইসলাম মুন্না, আনোয়ান হোসেন চৌধুরী মিলন, দুলাল হোসেন, ,মামুনুর রহমানসহ প্রমুখ।

আলোচনা সভার আগে ৭০ জন নির্মাণ শ্রমিকদের বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়। সভায় জেলার ৩টি উপজেলার ৭০ জন রাজমিস্ত্রীসহ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। সভা শেষে র‌্যাফেল ড্র ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা