kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

ইয়াবা সেবনকারী ইসমাঈল আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

২১ মার্চ, ২০১৯ ০১:৩২ | পড়া যাবে ১ মিনিটেইয়াবা সেবনকারী ইসমাঈল আটক

চরফ্যাশন পৌরসভা ২নং ওয়ার্ড থেকে ইয়াবা সেবনকারী ইসমাঈল (২৩)কে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। চরফ্যাশন থানা পুলিশ পরিদর্শক (এসআই) সিদ্দিক জানান, গত বুধবার রাত সোয়া ৮টায় গোপন সোর্সের মাধ্যমে পৌরসভা ২নং ওয়ার্ড আবু  তাহের মেম্বার বাড়ির সামনে পাকা সড়কের পাশে বসে সেবনকরা অবস্থাই ইসমাঈলকে আটক করা হয়।

সঙ্গে পাঁচ পিস ইয়াবাও পাওয়া গেছে। বুধবার মাধক আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা