kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল পটুয়াখালীর কিশোরের প্রাণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

২১ মার্চ, ২০১৯ ০১:২৭ | পড়া যাবে ১ মিনিটেসড়ক দুর্ঘটনায় কেড়ে নিল পটুয়াখালীর কিশোরের প্রাণ

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন মায়া নদী ব্রিজ সংলগ্ন স্থানে মোটরসাইকেল (হোন্ডা) চাপায় ফারভেজ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর নিকটস্থাত্মীয় মো. হৃদয় (১৯) ও আসাদুজ্জামান (৩৫)। 

গত মঙ্গলবার সন্ধ্যার সময় ভোলার চরফ্যাশন উপজেলা মায়ানদী ও আনজুরহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম দুইজনকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার সূত্রে জানা গেছে, নিহত ফারভেজ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার ছোট মাইজদা ইউনিয়োনের খইলসাখালী গ্রামের শাহে আলমর ছেলে। সে চরফ্যাশন উপজেলা আন্জুরহাট এলাকার ফুফা মো. রুহুল আমিনের বাড়িতে বেড়াতে আসে। 

ঘটনার দিন বিকেল বন্ধুদের নিয়ে ঘুরতে খামার বাড়ি, মায়া ব্রিজ সংলগ্ন সড়কে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীরা দ্রুত চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছে।

চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা