kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

গফরগাঁওয়ে দুর্নীতি বিরোধী শপথ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৯ ২৩:৪৪ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে দুর্নীতি বিরোধী শপথ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী

ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ ও বিক্রেতাবিহীন সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহসানের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাশার, সদস্য আজিম উদ্দিন মাস্টার, নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার প্রমুখ। পরে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, অতিথিরা ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহসান।

মন্তব্যসাতদিনের সেরা