kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

তৃতীয় বার শ্রেষ্ঠ সম্মাননা পেলেন কক্সবাজারের পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

২০ মার্চ, ২০১৯ ২৩:০৭ | পড়া যাবে ২ মিনিটেতৃতীয় বার শ্রেষ্ঠ সম্মাননা পেলেন কক্সবাজারের পুলিশ সুপার

ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ আজ বুধবার তৃতীয় বারের মতো চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা পেয়েছেন। ফেব্রুয়ারি মাসের জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কক্সবাজারের পুলিশ সুপারকে এ সম্মাননা দেয়া হয়।

আজ বুধবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি খন্দকার গোলাম ফারুক আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএমকে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসপি’র সনদ ও সম্মাননা প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ (ক্রাইম), চট্টগ্রাম রেঞ্জ কার্যালের পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এর আগে গত নভেম্বর ও জানুয়ারি মাসেও কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম সার্বিক কর্মকাণ্ড বিবেচনায় চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসপি’র সম্মাননা পেয়েছিলেন।

এ ছাড়া কক্সবাজার জেলা পুলিশ আরো তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন (বিপি : ৭৫০৫১০৫০৭৯) বিপিএম গত ৪ ফেব্রুয়ারি পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার সাহসিকতায় বিপিএম পদক পেয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা