kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

পঞ্চগড় কানাপাড়া ঠেকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন

পঞ্চগড় প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৯ ১৮:৩১ | পড়া যাবে ১ মিনিটেপঞ্চগড় কানাপাড়া ঠেকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন

পঞ্চগড় সদর উপজেলার কানাপাড়া ঠেকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বিদ্যালয় চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিদ্যালয় নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রাটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে আলোচনাসভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দত্ত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন প্রধান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আলম প্রধানসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

১৯১৯ সালে স্থাপিত বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। প্রত্যন্ত এলাকার এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে। এ ছাড়াও পাঠ চুকিয়ে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে।  

মন্তব্যসাতদিনের সেরা