kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ প্রীতি ফায়ারিং প্রতিযোগিতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৯ ১৮:২৯ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ প্রীতি ফায়ারিং প্রতিযোগিতা

চুয়াডাঙ্গায় বিজিবি ও বিএসএফ প্রীতি ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় বিজিবির চুয়াডাঙ্গা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে বিজিবি ও বিএসএফ উভয় দল সমান সংখ্যক নম্বর পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, প্রীতি ফায়ারিং প্রতিযোগিতায় অংশ নিতে ১৪ সদস্যের ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীর (বিএসএফ) দল গত ১৮ মার্চ চুয়াডাঙ্গার বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে আসে। বুধবার বেলা ১২টায় শুরু হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উভয় দল সমান নম্বর পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। 

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান। 

মন্তব্যসাতদিনের সেরা