kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

পদ্মা সেতুর নবম স্প্যান জাজিরায়, আগামীকাল স্থাপন

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৯ ১৪:২০ | পড়া যাবে ২ মিনিটেপদ্মা সেতুর নবম স্প্যান জাজিরায়, আগামীকাল স্থাপন

ফাইল ফটো

পদ্মা সেতুর ১৩৫০ মিটার একসঙ্গে দৃশ্যমান হচ্ছে শীঘ্রই। এজন্য পদ্মা সেতুর নবম স্প্যান (সুপার স্ট্রাকচার) ‘৬ডি’ এখন জাজিরায়। নবম স্প্যানসহ ‘তিয়ান ই’ নামে ক্রেনটি বর্তমানে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের কাছে অবস্থান করছে।

আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে যাত্রা শুরু করে স্প্যান বহনকারী ‘তিয়ান ই’ ক্রেনটি। সকাল সাড়ে ১১টায় জাজিরা প্রান্তে এসে পৌঁছায় স্প্যান বহনকারী ক্রেনটি।

ধুসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে নিয়ে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’ আড়াই ঘণ্টায়  জাজিরা প্রান্তে  পৌঁছায়।

পদ্মা সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর ধুসর রঙের স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ১৩৫০ মিটার (১.৩৫ কিলোমিটার)।

প্রকৌশলীরা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু হবে।

এদিকে গতকাল পদ্মা সেতুর জাজিরাপ্রান্তে প্রথম রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। সকালে একটি স্ল্যাব কোনও রকম সমস্যা ছাড়াই বসেছে। আগামীকাল (বুধবার) থেকে স্প্যানে বাকি স্ল্যাবগুলো বসানোর কাজ শুরু হবে। প্রতিটি স্প্যানে ৭৪টির মতো রোডওয়ে স্ল্যাব বসানো হবে।

মন্তব্যসাতদিনের সেরা