kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

ঈশ্বরদীতে সাংবাদিকদের সঙ্গে পুনর্মিলনী কমিটির মতবিনিময়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৯ ০১:২২ | পড়া যাবে ১ মিনিটেঈশ্বরদীতে সাংবাদিকদের সঙ্গে পুনর্মিলনী কমিটির মতবিনিময়

ছবি: কালের কণ্ঠ

পাবনার ঈশ্বরদীতে আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্যরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঈশ্বরদী প্রেস ক্লাবের মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী-২০১৯ উদযাপন কমিটির আহবায়ক মো. আব্দুল হাই পুনর্মিনলী অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণপত্র প্রদান করেন। অনুষ্ঠানটি সফল করতে সাংবাদিকদের সার্বিক সহাযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

এ সময় পুনর্মিনলী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও প্রাক্তনী এহসানুল কবির, সাইফুল ইসলাম রঞ্জু, এইচ এম মোয়াজ্জেম হোসেন, সদস্য ডাক্তার শফিকুল ইসলাম শামীম, পল্লী চিকিৎসক নুরুল ইসলাম, শেখ মহসীন, মহিদুল ইসলাম ও আমিরুল ইসলাম।

আগামী ২২ মার্চ (শুক্রবার) সারা দিনব্যাপী বর্ণাঢ্য কলবরে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১৯৭৮ থেকে শুরু করে ২০১৮ সালের ব্যাচের কমপক্ষে দুই হাজার প্রাক্তন শিক্ষার্থীদের সমাগমের মধ্য দিয়ে পুনর্মিলন ঘটবে বলে আশাবাদী আহবায়ক আব্দুল হাই। 

মন্তব্যসাতদিনের সেরা