kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

কলাপাড়ায় নিউট্রি ওয়াশ প্রকল্প অব‌হিতকরণ সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি   

১৯ মার্চ, ২০১৯ ১৯:২৭ | পড়া যাবে ১ মিনিটেকলাপাড়ায় নিউট্রি ওয়াশ প্রকল্প অব‌হিতকরণ সভা

উপকূলীয় কলাপাড়ার দ‌রিদ্রতম অঞ্চ‌লের পা‌নি ও মলজ‌নিত রোগ হ্রাস ক‌রে শিশুস্বাস্থ্য নি‌শ্চিতকর‌ণের ল‌ক্ষ্যে গ্রহীত প্রকল্প অব‌হিতকরণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকা‌লে উপ‌জেলা প‌রিষদ সভাক‌ক্ষে ম্যাকস নিউট্রি ওয়াশ সভার সভাপ‌তিত্ব ক‌রেন উপ‌জেলা চেয়ারম্যন আব্দুল মোতা‌লেব তালুকদার।

ম্যাকস ফাউন্ডেশন এর অর্থায়‌নে বেসরকা‌রি সংস্থা শুশীল‌নের উদ্যো‌গে আয়ো‌জিত প্রকল্প আব‌হিতকরণ সভায় উপ‌স্থিত ছি‌লেন সরকা‌রি, বেসরকা‌রি প্রতিষ্ঠান ও জনপ্র‌তি‌নি‌ধি, সাংবা‌দিকবৃন্দ ও এন‌জিও কর্মকর্তাগণ।

মন্তব্যসাতদিনের সেরা