kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গোপালগঞ্জে দুই যুবক হাসপাতালে

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৯ ১৯:২৫ | পড়া যাবে ১ মিনিটেঅজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গোপালগঞ্জে দুই যুবক হাসপাতালে

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বশান্ত দুই যুবক সবুজ শেখ ও সোহাগ শেখকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইনসের সামনে থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ ওই দুই যুবকের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। সম্পর্কে এরা মামাতো ফুফাতো ভাই।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর মোহম্মদ জানিয়েছেন, মঙ্গলবার সকালে সবুজ ও সোহাগ একটি বাসে করে ঢাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর ফিরছিল।এ সময় বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাদেরকে কোমল পানীয় খাওয়ান। কোমল পানীয় খেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাদের কাছে থাকা টাকা, মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

বাসের শ্রমিকরা গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইনস মোড়ে তাদের ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আমাদের খবর দেয়। তাদেও ঘটনাস্থলথেকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দুই যুবকের মধ্যে সবুজ শেখের অল্প অল্প জ্ঞান ফিরে আসলেও এখন পর্যন্ত সোহাগের জ্ঞান ফিরে আসেনি।

মন্তব্যসাতদিনের সেরা