kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

গফরগাঁওয়ে বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৯ ১৮:০৭ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের আদর্শ শিশু নিকেতনে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে তিনি শহীদ মিনারটি উদ্বোধন করেন।

পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. এস এম শফিজ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ আব্দুস সাত্তার, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সহস্রাধিক কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা