kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

উলিপুরে নারী নির্যাতন ও বাল্যবিয়ের ওপর গণশুনানী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৯ ১৬:০১ | পড়া যাবে ১ মিনিটেউলিপুরে নারী নির্যাতন ও বাল্যবিয়ের ওপর গণশুনানী

কুড়িগ্রামের উলিপুরে নারী নির্যাতন ও বাল্যবিয়ের ওপর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন।

এমজেএসকেএস’র নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেল প্রকল্প আয়োজিত ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সিডা’র অর্থায়নে অনুষ্ঠিত সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর অঞ্চল আল মাহমুদ হাসান, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।

প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবীবা পলি, গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সেন্ট্রাল মনিটরিং অফিসার মজিবর রহমান, প্রকল্প অফিসার রত্না রানী রায় প্রমূখ।

মন্তব্যসাতদিনের সেরা