kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

শিক্ষকের সঙ্গে ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১৫ মার্চ, ২০১৯ ২৩:৩৭ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষকের সঙ্গে ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

ছবি: কালের কণ্ঠ

যশোরের অভয়নগর উপজেলার সীমান্তে আফরা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষকের সঙ্গে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসি এএসআই রতন পাল জানান, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে কনে সোমা খানমের (১৬) বাবা রবিউল মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর আইসিটি শিক্ষক জাহিদ হোসেন (২৭) ও অন্যান্যরা পালিয়ে যায়। 

পরে কনের বাবা তার মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিলে নড়াইল সদর থানার অফিসার্স ইনচার্জ ইলিয়াস হোসেন (পিপিএম)-এর নির্দেশে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং পালিয়ে যাওয়া বর ও তার বাবাকে ধরতে পুলিশি অভিযান শুরু করা হয়। 

মন্তব্যসাতদিনের সেরা