kalerkantho

চাঁদপুরের মেঘনায় লঞ্চ থেকে পড়ে একযাত্রী নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি   

১৫ মার্চ, ২০১৯ ০৪:২৪ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরের মেঘনায় লঞ্চ থেকে পড়ে একযাত্রী নিখোঁজ

চাঁদপুরের মেঘনায় লঞ্চ থেকে পড়ে একযাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাইমচর উপজেলার কাটাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

স্বজনদের কাছে দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ারসার্ভিস, কোস্টগার্ড, থানা ও নৌপুলিশ যৌথভাবে কাটাখালী এলাকার আশপাশে মেঘনা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নিখোঁজ আব্দুল কাদের দরবেশ হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের বাসিন্দা।

গত ১১ মার্চ পিরোজপুরের ছার্ষিণা শরীফে মাহফিল শেষে এমভি পূবালী নামে যাত্রীবাহী লঞ্চে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার তিনি। নিখোঁজ আব্দুল কাদের দরবেশের সাত ছেলেমেয়ে এবং স্ত্রী রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ সংবাদ পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধ আব্দুল কাদেরে কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্বজনরা নদীপাড়ে অপেক্ষা করছেন। তার মেঝো ছেলে মো. ইউসুফ জানান, তার বাবা বেশ ধার্মিক ছিলেন। অন্যদের সঙ্গে গত ১১ মার্চ বাড়ি থেকে ছর্ষিণা শরীফে মাহফিলে যান। কিন্তু বাড়ির কাছে এসে লঞ্চ থেকে পড়ে বাবার মৃত্যু তিনি কোনো অবস্থায় নেমে নিতে পারছেন না।

অন্যদিকে, হাইমচর থানার ওসি শেখ মো. মহসীন বলেছেন, সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসাতদিনের সেরা