kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

গফরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:০৭ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও থানা প্রশাসনের উদ্যোগে মাদক নির্মূল, ছিনতাই প্রতিরোধসহ আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পুলিশিং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে পৌর শহরের গো-হাটা বটতলায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল আহাদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এস আই জাকির হোসেনসহ গো-হাটা সিএনজি, পিকআপ ও অটো গাড়ি স্ট্যান্ডের পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। এ সময় যাত্রী, চালক, হেলপার ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল আহাদ খান বলেন, স্ট্যান্ডগুলোতে লোক সমাগম বেশী হয় বলে ছিনতাই, মাদক বেচা-কেনাসহ বিভিন্ন অপরাধ প্রবনতা বেশী হয়। চালক, হেলপার, যাত্রীদের সচেতন করতেই পুলিশিং সভার আয়োজন করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা