kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

মোরেলগঞ্জে আটক ২০ লাখ পোনা নদীতে অবমুক্ত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৪৩ | পড়া যাবে ১ মিনিটেমোরেলগঞ্জে আটক ২০ লাখ পোনা নদীতে অবমুক্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে পরিবহনকালে আটক ২০ লাখ ফাইসা ও বাগদা পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান আজ শনিবার এসব পোনা মোরেলগঞ্জ পানগুছি নদীতে অবমুক্ত করেন।

কোস্টগার্ড শরণখোলা কন্ট্রিজেন অফিসার এম আর জামান জানান, পাথরঘাটা থেকে ২টি ট্রলার অবৈধভাবে ১৫ লক্ষ ফাইসা পোনা ও ৪ লক্ষ বাগদা পোনা নিয়ে রামপাল যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নৌ-পুলিশের এসআই শহিদুর ইসলামের সহায়তায় কোস্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে মৎস্য পোনাবাহী দুটি ট্রলারসহ ১৬ জনকে আটক করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, কোস্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে আটককৃতদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান আটক ১৬ জনকে ৩২ হাজার টাকার জরিমানা ও অবৈধভাবে পরিবহনকৃত পোনা মাছ পানগুছি নদীতে অবমুক্ত করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা