kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

বান্দরবানে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২৪ | পড়া যাবে ২ মিনিটেবান্দরবানে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক মেডিক্যাল ক্যাম্প

প্রসবজনিত কারণে মাতৃমৃত্যুহার ধীরে ধীরে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে দিনব্যাপী এক চিকিৎসা ক্যাম্প শুক্রবার ২২ ফেব্রুয়ারি বান্দরবান শহরের বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। 

বেসরকারি সংস্থা 'হোপ ফাউন্ডেশন' বিনামুল্যে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. অং সুই মারমা এবং হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. জাহিদুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, মেধাবী ও নিরোগ জাতি গঠন করতে হলে দেশে মাতৃমৃত্যুহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। মন্ত্রী বলেন, সাধারণ সমস্যা মনে করে প্রসবজনিত ফিস্টুলাসহ অনেক গুরুত্বপূর্ণ রোগকে অবহেলার কারণে সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও কাঙ্ক্ষিত হারে প্রসবজনিত মাতৃমৃত্যু কমানো যাচ্ছে না।

তিনি ফিস্টুলা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্যে চিকিৎসকসমাজের প্রতি আহ্বান জানান।

হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে- গত ৭ বছরে চার শ'র-ও বেশি ফিস্টুলা আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়েছে। এর মধ্যে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার ২৮ জন দরিদ্র ফিস্টুলা রোগী রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা