kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

শেরপুর প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০১:৩২ | পড়া যাবে ১ মিনিটেশেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

শেরপুরের ডিসি উদ্যানে পাঁচ দিনব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে  জেলা প্রশাসন আয়োজিত এবারের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক সাইয়্যেদ এ জেড মুরশিদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরু, ভাষাসৈনিক পরিবারের সদস্য সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন।

বইমেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও পুস্তক বিক্রেতা সমিতির সদস্যভুক্ত লাইব্ররিসহ ২০টি স্টল স্থাপন করা হয়েছে। পরে মেলা প্রাঙ্গণের মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা