kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

শ্রীনগরে পরিত্যক্ত আইসক্রিম খেয়ে পাঁচ শিশু অসুস্থ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০২:২৬ | পড়া যাবে ১ মিনিটেশ্রীনগরে পরিত্যক্ত আইসক্রিম খেয়ে পাঁচ শিশু অসুস্থ

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশে পড়ে থাকা আইসক্রিম খেয়ে পাঁচ শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার শ্রীনগর-কুকুটিয়া-লৌহজং পাকা রাস্তার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া ব্রিজের পাশে স্তূপ আকারে এসব আইসক্রিম ফেলে রাখা হয়।

খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পলিথিনে মোড়ানো মিনা স্পাইডারম্যান নামের এসব আইসক্রিম প্রধান রাস্তার পাশে স্তূপ আকারে ফেলে রাখা হয়েছে। বেশির ভাগ আইসক্রিমই গলে গেছে। তবে পলিথিনের প্যাকেটগুলো অক্ষত রয়েছে। আইসক্রিমের প্যাকেটের গায়ে লেখা রয়েছে—প্রস্তুতকারক : মিনা ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরি, ঠিকানা : বড় বেজগাঁও, লৌহজং, মুন্সীগঞ্জ। প্যাকেটের গায়ে উত্পাদন বা মেয়াদোত্তীর্ণের দিন-তারিখ উল্লেখ নেই। যোগাযোগের জন্য কোনো ফোন নম্বরও নেই। তবে কারা, কেন এসব এখানে ফেলে গেছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ আলী খান জানান, আইসক্রিমগুলো এখানে এভাবে ফেলে রাখা ঠিক হয়নি। দরিদ্র শিশুরা এসব খেয়ে অসুস্থ হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা