kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

কাশিয়ানীতে কোচিং সেন্টারে অভিযান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:১৯ | পড়া যাবে ১ মিনিটেকাশিয়ানীতে কোচিং সেন্টারে অভিযান

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরে কোচিংগুলিতে ব্যাপক অভিযান করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন। আজ মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, কাশিয়ানী উপজেলা সদরে দীর্ঘদিন যাবৎ আইন অমান্য করে কতিপয় শিক্ষক কোচিং বাণিজ্য করে আসছিল। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ দীর্ঘদিন যাবৎ এসব শিক্ষককে নিষেধ করলেও তারা বিষয়টি কর্ণপাত না করলে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন ব্যাপকভাবে অভিযান পরিচালনা করেন।

এ সময় পাচঁটি কোচিং সেন্টারে সিল করে দেওয়া হয় এবং এসব প্রতিষ্ঠানের শতাধিক চেয়ার টেবিল ও বেঞ্চ উপজেলা চত্বরে এনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন। 

মন্তব্যসাতদিনের সেরা