kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

মাগুরায় নন-এমপিও শিক্ষকদের মানববন্ধন

মাগুরা প্রতিনিধি    

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:১৬ | পড়া যাবে ১ মিনিটেমাগুরায় নন-এমপিও শিক্ষকদের মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিও-ভুক্তির দাবিতে আজ মঙ্গলবার শিক্ষক-কর্মচারি ফেডারেশন মাগুরা জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন করেছে স্থানীয় নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা। আজ সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন শেষে আব্দুর রহিম মোল্যার সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম, বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দে, দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শামীম আরা লিনাসহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া পরে ফেডারেশনের নেতৃবৃন্দ মাগুরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তারা জানান,  মাগুরা জেলায় মোট ৮৩টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা ১৫ থেকে ২০ মাস ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। এ কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠান চলমান অর্থবছরে অবিলম্বে এমপিওভুক্তির দাবি জানান তারা।

মন্তব্যসাতদিনের সেরা