kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

খুলনা অফিস   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০৩:০২ | পড়া যাবে ১ মিনিটেসুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

খুলনার দাকোপ উপজেলার কালাবগি খালসংলগ্ন এলাকায় গত রবিবার কোস্ট গার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনের বনদস্যু আছাবুর বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি কোস্ট গার্ড। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

লে. বিএনভিআর গোয়েন্দা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জানান, রবিবার রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন সিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল কালাবগি খালসংলগ্ন এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে সেখানে অবস্থান নেওয়া বনদস্যু আছাবুর বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলি চালালে পাল্টা গুলি চালায় কোস্ট গার্ড। 

গোলাগুলির একপর্যায়ে কোস্ট গার্ড সদস্যরা গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা