kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আইউব আলী মারা গেছেন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেচান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আইউব আলী মারা গেছেন

কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলী (৭২) শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নবাবপুর বাজারস্থ তার নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার বাড়ি উপজেলার মাইজখার ইউনিয়নের সিং আড্ডা গ্রামে। অধ্যক্ষ আইউব আলী ১৯৯৬ সাল থেকে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন। পাশাপাশি তিনি চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যক্ষ আইউব আলীর মৃত্যুতে চান্দিনা উপজেলা আওয়ামী লীগে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি,  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বকসী , কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটুসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্যসাতদিনের সেরা