kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি বাবেল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:৫৬ | পড়া যাবে ১ মিনিটেসংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি বাবেল

ফাহমী গোলন্দাজ বাবেল। ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল একাদশ সংসদে ডাক,  টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নাম প্রস্তাব করেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে তিনি সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল গত দশম সংসদে পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় তিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা