kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

ভাঙ্গায় বিদেশি মদ ও বিয়ার উদ্ধার, আটক ১

ফরিদপুর প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:১৮ | পড়া যাবে ১ মিনিটেভাঙ্গায় বিদেশি মদ ও বিয়ার উদ্ধার, আটক ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের হাইওয়ে থানার সামনের সড়কে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৫৩ বোতল বিদেশি মদ ও ৩৭৬ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। এ সময় ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এবং ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নিখিল অধিকারী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকার চালক জানিয়েছে ১০ হাজার টাকার বিনিময়ে তিনি মদ ও বিয়ার ঢাকা থেকে বরিশালে পৌঁছে দেওয়ার চুক্তি করেছিল। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলার প্রস্ততি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা