kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

অভয়নগরে মোটরশ্রমিক সদস্যের পরিবারের মাঝে ভাতার চেক প্রদান

অভয়নগর (যশোর) প্রতিনিধি    

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪৮ | পড়া যাবে ২ মিনিটেঅভয়নগরে মোটরশ্রমিক সদস্যের পরিবারের মাঝে ভাতার চেক প্রদান

যশোরের অভয়নগরে ৯ জন নিহত মোটরশ্রমিক সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন ও অবসরপ্রাপ্ত একজন সদস্যর হাতে অবসরকালীন ভাতার চেক প্রদান করা হয়েছে। যশোর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ চেক প্রদান করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন ইউনিয়নের প্রধান কার্যালয়ে ৯৩৬ নং সদস্য মৃত মিজান বাঘার স্ত্রী টুম্পা, ৩১৬০ নং সদস্য মৃত তারেক শেখের স্ত্রী খালেদা, ৩৮৬৩ নং সদস্য মৃত মিলন ব্যাপারীর স্ত্রী হোসনেয়ারা, ৫০৬ নং সদস্য মৃত লাভলুর স্ত্রী মর্জিনা, ১৪৫ নং সদস্য মৃত শহিদ কুট্টির ছেলে হানিফ, ৮৩৬ নং সদস্য মৃত হানিফ সরদারের স্ত্রী রুবি, ৬০৪৫ নং সদস্য মৃত রনি খাঁনের স্ত্রী রুমা, ৩০৪৮ নং সদস্য মৃত কাশেম খাঁনের ছেলে রফিকুল, ৯৫১ নং সদস্য মৃত বাবলু রহমানের স্ত্রী শিরিনা ও অবসরপ্রাপ্ত ১৮০ নং সদস্য মোকাররমের হাতে ভাতার চেক তুলে দেন উক্ত ইউনিয়ন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের কার্যকরী সভাপতি আমিন মোল্যা, সহ-সভাপতি আজিম শেখ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুল ইসলাম রাবু, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খন্দকার, কোষাধ্যক্ষ আবুল কালাম আকন, অফিস সম্পাদক প্রসেনজীত দাস প্রমুখ।   

মন্তব্যসাতদিনের সেরা