kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

উবার মটোর চাকা ঘুরল সিলেটে

নিজস্ব প্রতিবেদক    

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০২:৫১ | পড়া যাবে ২ মিনিটেউবার মটোর চাকা ঘুরল সিলেটে

বিশ্বের সবচেয়ে বড় অন ডিমান্ড রাইডশেয়ারিং কম্পানি উবার গতকাল সোমবার থেকে সিলেটে যাত্রা শুরু করেছে। সিলেটবাসীর জন্য উবার নিয়ে এলো তাদের সবচেয়ে জনপ্রিয় সার্ভিস উবার মটো। বিশ্বে উবারের সবচেয়ে বড় মটো মার্কেট বাংলাদেশ এবং সিলেটে এই সার্ভিস চালুর মাধ্যমে আবারও সেটিই প্রমাণিত হলো।

২০১৮ সালের নভেম্বরে উবার ঘোষণা দেয়, এক লাখের বেশি চালক ও সপ্তাহে প্রায় দুই হাজার ৫০০ নতুন চালকের উবারে সাইন আপ করার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ২০১৯ সালে বাংলাদেশে উবারের কার্যক্রম দক্ষিণ এশিয়ায় কম্পানিটির মোট প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রাখবে। ঢাকা ও চট্টগ্রামে গড়ে পাঁচ মিনিটের কম সময়ে উবার রাইড পাওয়া যায় এবং উবার ব্যবহারকারীদের মধ্যে ১৩ শতাংশ যাত্রী সপ্তাহে গড়ে অন্তত ছয়বার উবার ব্যবহার করে থাকে। বাংলাদেশে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে সিলেটে যাত্রা শুরু করল উবার।

দক্ষিণ এশিয়ায় উবারের হেড অব সিটিজ প্রভজিত্ সিং বলেন, ‘বাংলাদেশের চালক ও যাত্রীদের ভালোবাসা প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে চলেছে। শহরের পারিপার্শ্বিকতার সাথে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মিশ্রণ ঘটানোর মাধ্যমে আমরা যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করার এক অভিনব সুযোগ পাচ্ছি উবারে। বাংলাদেশের তৃতীয় শহর হিসেবে সিলেটে যাত্রা শুরুর মাধ্যমে সিলেটবাসীর জন্য জীবিকার সুযোগ সৃষ্টি এবং যাতায়াতব্যবস্থায় সমাধান আনতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

তিনি বলেন, ‘যেখানে গাড়ির গতি ঘণ্টায় ১১-১২ কিলোমিটার, সেখানে ১৬-১৭ কিলোমিটার গতিতে চলতে পারায় উবার মটো যাতায়াতে অন্যতম মাধ্যম হিসেবে নিজের স্থান তৈরি করে নিয়েছে। শহরের ভেতরে যাতায়াতের ক্ষেত্রে উবার মটো আরো সুবিধাজনক ও অন্যতম দ্রুত মাধ্যম হিসেবে কাজ করবে।’

মন্তব্যসাতদিনের সেরা