kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

নোয়াখালীতে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৩১ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

'বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতী গঠনের নিয়ামক শক্তি' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  আজ বুধবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিকুল আলমের সভাপতিত্বে সেমিনারে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রসাসক তন্ময় দাস। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. বকুল ভট্টাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক ড. মাহমুদুল হাসান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহকারী কিউরেটর মো. আবদুল আজিজসহ আরো অনেকে। বক্তাগণ জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ে ছাত্র/ছাত্রীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সেমিনারে নোয়াখালী জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। 

মন্তব্য