kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

‘সরি বলার দিন শেষ’

ঝিকরগাছা (যশোর)   

৩১ জানুয়ারি, ২০১৯ ১১:৪৮ | পড়া যাবে ১ মিনিটে‘সরি বলার দিন শেষ’

যশোরের ঝিকরগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং অবৈধ স্থাপনা গড়ে ‘সরি বলার দিন শেষ’ হয়েছে বলে ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে গত বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়। এসময় যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে ঝিকরগাছা বাজারে অবৈধ দোকানপাট, বিলবোর্ডসহ যাবতীয় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

অভিযানকালে বেশ কিছু ট্রাক এবং বাসের রোড পারমিট ও ফিটনেস না থাকায় জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ এই আদালত। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে আরো ছিলেন নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  সার্জেন্ট পলিটন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা। অভিযান চলাকালে সার্জেন্ট পলিটন মিয়া মাইকে বলেন, অবৈধ স্থাপনা গড়ে ‘সরি বলার দিন শেষ’। অবৈধ দখল করে কেউ আর রেহাই পাবে না। অভিযান চলমান থাকবে। 

এর আগে গত ১৩ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে ঝিকরগাছা বাজারে যাবতীয় অবৈধ স্থাপনা ৭দিনের ভেতর সরিয়ে নিতে মাইকিং করে।

মন্তব্যসাতদিনের সেরা