kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

চাঁদপুরে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

চাঁদপুর প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০১৯ ১১:১৩ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

সারা দেশে যখন শীত জেঁকে বসেছে তখনই শীতার্তদের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি। এর অংশ হিসেবে রবিবার চাঁদপুরের ৩ শ শীতার্ত মানুষকে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এসব সামগ্রী বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে এসব কম্বল পাওয়া গেছে। এ ছাড়া স্থানীয় চাহিদা বিবেচনায় চাঁদপুরের আরো ৭ শ মানুষকে কম্বল বিতরণ করা হবে। এ জন্য চাঁদপুর জেলা পরিষদ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

ওচমান গনি পাটোয়ারী আরো জানান, বাকী টাকা ইউনিট সদস্যগণ তাদের ব্যক্তিগত তহবিল থেকে অনুদান হিসেবে প্রদান করবেন। এর ফলে শিগগিরই আরেক দফা কম্বল বিতরণ করা হবে।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারি এম এ মাসুদ ভূঁইয়া। ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলাম, ইউনিট সদস্য আবু নাছের বাচ্চু পাটওয়ারী ও রেহেনা আক্তার তৌহিদা প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ।

মন্তব্যসাতদিনের সেরা