kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

ফুলপুরে ওষুধ ভেবে বিষ সেবনে শিশুর মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২০ জানুয়ারি, ২০১৯ ২১:১৫ | পড়া যাবে ১ মিনিটেফুলপুরে ওষুধ ভেবে বিষ সেবনে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামে ওষুধ মনে করে শিশুকে কীটনাশক খাইয়ে দেওয়ায় আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামের কৃষক জালাল উদ্দিন তার জমিতে পোকামাকড় দমনের জন্য বাজার থেকে কীটনাশক কিনে আনেন। একই সাথে তার আড়াই বছরের শিশু সন্তান তাওহীদের জন্যও ওষুধ আনেন। রবিবার সকালে ঠাণ্ডাজনিত অসুস্থ তাওহীদকে ওষুধ মনে করে ভুলক্রমে বিষ খাইয়ে দিলে সে অসুস্থ হয়ে পড়ে।

পরে ক্রমে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রবীর পাল তাকে মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা