kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

হিলি সীমান্তে নিষিদ্ধ ট্যাবলেট ও মালামাল আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

২০ জানুয়ারি, ২০১৯ ২১:০৪ | পড়া যাবে ১ মিনিটেহিলি সীমান্তে নিষিদ্ধ ট্যাবলেট ও মালামাল আটক

দিনাজপুরে হিলি সীমান্তের মুহাড়াপাড়া এবং নওয়াপাড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, শাড়ি এবং বাই সাইকেল উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার ভোর ৪টায় এবং দুপুর ১টায় পৃথক দুটি অভিযানে ট্যাবলেটসহ মালামালগুলো আটক করা হয়।

বিজিবি বাসুদেবপুর বিওপি ক্যাম্প কমান্ডার গোলাম মোস্তফা জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মুহাড়াপাড়া এলাকায় বিজিবির একটি টহল দলের অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সে বস্তার ভেতর থেকে যৌন উত্তেজক ট্যাবলেট টারগেট ১৫ হাজার ৮শ ৪০ পিস, নিউসিপ ট্যাবলেট ১০ হাজার পিস এবং কে-বাইন্ড পাওয়ার ১হাজার ২শ ৩০পিস ট্যাবলেট জব্দ করা হয়।

অপরদিকে, সীমান্তের নওয়াপাড়া এলাকায় দুপুর ১টায় ৩৪ পিস ভারতীয় শাড়ি এবং ৫টি সাইকেল মালিকবিহীন জব্দ করা হয়।

এসব মালামালের মূল্য প্রায় ১৫ লক্ষ ৬ হাজার টাকা। পরে ট্যাবলেটগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে বলেও জানিয়েছে বিজিবি।

মন্তব্যসাতদিনের সেরা