kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

গার্মেন্টস শ্রমিক হত্যা, ছাটাই ও নির্যাতনের প্রতিবাদে

সিরাজগঞ্জে শ্রমিকফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ প্রতনিধি    

১৯ জানুয়ারি, ২০১৯ ০৩:৩৩ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জে শ্রমিকফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ জেলা সমাজতান্ত্রীক শ্রমিকফ্রন্টের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা, ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার, কর্মক্ষেত্রে মৃত্যুতে আজীবন সমমান ক্ষতিপূরণ দাবি, শ্রমিক হত্যা, ছাটাই ও নির্যাতন বন্ধের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।

মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও মোড় প্রদক্ষিণ করে কড়িতলা মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

সিরাজগঞ্জ জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমরেড আব্দুল আলীম ফকির, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সোন্তষ কুমার বাবু, আশরাফুল ইসলাম, সুলতান মাহমুদ, সাদ্দাম ফকির প্রমূখ নের্তৃবৃন্দ।

মন্তব্যসাতদিনের সেরা