kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

বঙ্গবন্ধুর সমাধিতে বিটিসিএল শ্রমিক-কর্মচারী লীগের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৬ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর সমাধিতে বিটিসিএল শ্রমিক-কর্মচারী লীগের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিটিসিএল শ্রমিক কর্মচারী লীগের নেতৃবৃন্দরা। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিটিসিএল শ্রমিক-কর্মচারী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় সংগঠনের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুহিনসহ শ্রমিক কর্মচারী লীগের সহস্রাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪ হাজার ২০০ মাস্টার রোল ও অনিয়মিত শ্রমিকদের বিটিসিএল সম্প্রতি আত্মীকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে এসব কর্মচারীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজারে এ শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্যসাতদিনের সেরা