kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

মানিকগঞ্জে প্রবীণ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্রসহ অনুদান প্রদান

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি   

১২ জানুয়ারি, ২০১৯ ১৭:৫৭ | পড়া যাবে ১ মিনিটেমানিকগঞ্জে প্রবীণ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্রসহ অনুদান প্রদান

মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বানিয়াজুরি সরকারী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রায় ৪ শতাধিক প্রবীন, অস্বচ্ছল ও পঙ্গু ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ ও ভাতার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়াও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করে সংগঠনটি।

এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর উজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখি, সংগঠনের সহকারী পরিচালক কামরুজ্জামান, সহকারী পরিচালক সোহেলিয়া নাজনীন হক, আঞ্চলিক কর্মকর্তা মোঃ মিলন মিয়া, শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ শহীদুল্লাহ, প্রবীন কর্মসূচি বিষয়ক কর্মকর্তা নারগীছ আক্তার প্রমুখ ।

মন্তব্যসাতদিনের সেরা